images

বিনোদন

আমেরিকার জন্যই জ্বলছে আমার দেশ, বললেন ইরানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৩ জুন ২০২৫, ১১:৩৯ এএম

ইরান ও ইসরাইলের সংঘাতের মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। হামলা-পাল্টা হামলায় ধ্বংসে পরিণত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। মধ্যপ্রাচ্যের এ লড়াইয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। নিজের মাতৃভূমির ওপর হামলার চিত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন বলিউডের ইরানি অভিনেত্রী মন্দানা কারিমি। 

গতকাল রোববার (২২ জুন) সামাজিকমাধ্যমে এক পোস্টে আমেরিকার ওপর ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কীভাবে ঠিক থাকব বলুন তো? সাধারব মানুষ মেরে ফেলা হচ্ছে। শুধু ইরান কিংবা ফিলিস্তিনে নয় বরং আমাদের আশেপাশের সর্বত্রই মানুষ হত্যার শিকার হচ্ছে। আমেরিকা-ইসরাইল দুইটি দেশ ইরানকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটাচ্ছে। তবুও গোটা বিশ্ব চুপ করে দেখছে!’ 

mandana-karimi_145268248370

তিনি যোগ করেন, ‘আমি ইরানের বাইরে আছি। নিজেকে ভুত বলে মনে হচ্ছে। আমার মন দেশেই পড়ে রয়েছে। সেখানে আমার মা, ভাই, ভাইপো ভাইজিরা সবাই রয়েছে। একটা ভূলই হয়তো তাদেরকে কেড়ে নিতে পারে! আমাকে কেউ ভুল ভাববেন না, আমি মৃত্যুকে ভয় পাই না। আমরা আমাদের রক্তে যুদ্ধ নিয়ে বড় হয়েছি। কিন্তু এটা কী?’ 

অভিনেত্রী মন্দানা আরও বলেন, ‘নিজের খুব অসহায় লাগছে। আমার দেশ জ্বলছে আর গোটা বিশ্ব জাস্টিফাই করার চেষ্টা করছে। কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার কেউ কেউ তো হাততালিও দিচ্ছে। এগুলো মেনে নেওয়া সম্ভব নয়। ইরান শুধু কোনো দেশ নয়। শুধু শিরোনামে নয়। ইরান আমার মায়ের হাত ধুলোর মাঝে যেন জুঁইফুলের গন্ধ। যেন ঘুমপাড়ানি গান। সেই ইরানেরই মৃত্যু হচ্ছে। আমি সত্যিই ভালো নেই। দয়া করে সাহায্য করুন। প্রতিবাদ করুন। সব কিছু দেখে চুপ করে বসে থাকলে মনে হবে সত্যি কিছু ভুল হচ্ছে।’

ইএইচ/