বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২৫, ০৬:১৭ পিএম
অক্ষয় কুমারের রোগ ধরেছে আমির খানকে! কোনো সিনেমা-ই বক্স অফিসে কোমর সোজা করে দাঁড়াতে পারছে না তার। ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়ার পর প্রি-বুকিংয়েই লেজে গোবরে অবস্থা ‘সিতারে জমিন পার’-এর।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রীম টিকিট বিক্রিতে ৫-৬ কোটির গণ্ডিও পার হতে পারছে না ‘সিতারে জমিন পার’। অথচ বিশেষজ্ঞরা আশা করেছিলেন কমপক্ষে প্রি বুকিংয়েই হয়তো ১০-১১ কোটি রুপি পকেটে তুলে নেবে ছবিটি।
_20250619_181454464.jpg)
এদিকে আমির অনুরাগীরা আশায় বুক বেঁধেছিলেন ‘সিতারে জমিন পর’হবে আমিরের ব্যর্থতা মোছার ইরেজার। উল্টো তা হতে চলেছে মিস্টার পারফেকশনিস্টের আরও একটি ব্যর্থতার অধ্যায়।
কেননা গেল ২০২২ সালের আগস্টে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ ১১.৭০ কোটি রুপি আয় করেছিল প্রি-বুকিংয়ে। তুলনামূলকভাবে ছবিটির আয়ের অর্ধেকও আয় করতে পারল না ছবিটি।

এদিকে, ‘সিতারে জমিন পার’ওটিটি মাধ্যমে মুক্তির প্রস্তাব দিয়েছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। কিন্তু তাদের ১২০ কোটির প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা। উল্টো বেছে নেন সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত। বিষয়টিকে ‘হাতের লক্ষ্মী পায়ের ঠ্যালা’র মতো বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কেননা ‘সিতারে জমিন পর’ নির্মাণে ব্যয় হয়েছে ৮০ কোটি রুপি। যা ওটিটিতে মুক্তি দিলে অনায়াসে উঠে আসার সম্ভাবনা ছিল। কিন্তু প্রি-বুকিংয়ে দৈন্য দশা দেখে অনেকের ধারণা ১০০ কোটি তোলাই কষ্টসাধ্য হতে পারে ছবিটির।