রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানে ছবি মুক্তি দিতে জাতীয় পতাকা মুছতে হবে, যা করেছিলেন আমির খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে ছবি মুক্তি দিতে জাতীয় পতাকা মুছতে হবে, যা করেছিলেন আমির খান

ভারত-পাকিস্তানের দা কুমড়া সম্পর্কের কথা সবার জানা। বর্তমানে তা ঘায়ের মতো দৃশ্যমান হলেও এক সময় মুখে মেকি হাসি টাঙিয়ে রাখত দুই দেশ। অই সময় আমির খানের একটি সিনেমা পাকিস্তানে মুক্তির কথা চলছিল। কিন্তু দেশটি এমন কিছু শর্ত দেয় যে আমির পাকিস্তানে তার ছবিটি মুক্তির কথা দ্বিতীয়বার ভাবেননি।

সময়টা ২০১৬ সালের। সে বছর মুক্তি পায় আমিরের ‘দঙ্গল’ সিনেমাটি। বক্স অফিসে তাণ্ডব চালিয়েছিল ছবিটি। পাকিস্তানে মুক্তির কথা চলছিল। কিন্তু এই শরতদেওয়া হয় যে পাকিস্তানে চালাতে হলে ছবি থেকে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বাদ দিতে হবে।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমকে আমির বলেন, “ডিজনিও আমাদের ছবি ‘দঙ্গল’-এর প্রযোজনা করেছিল। সেই সময়ে পাকিস্তানের সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল, ছবি থেকে বাদ দিতে হবে ভারতের পতাকা এবং ভারতের জাতীয় সংগীত।”

অভিনেতা বলেন, আমির বলেছেন, “এ কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি বলেছিলাম, কোনো দরকার নেই। আমাদের ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। দ্বিতীয় বার এই নিয়ে ভাবিনি আমি। ব্যবসায় প্রভাব পড়তে পারে, এমনও বলা হয়েছিল। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিই, ভারতের পতাকা ও জাতীয় সংগীত বাদ দিতে বললে আমার কিছু করার নেই। পাকিস্তানে ছবি মুক্তি নিয়ে আমার কোনো আগ্রহ নেই।”

কুস্তিগির মহাবীর সিংহ ফোগট ও তার পরিবারকে নিয়ে নির্মাণ করা হয় এ সিনেমা। এতে আমির ছাড়াও অভিনয় করেন ফাতিমা সানা শেখ, সান্য মলহোত্র, অপারশক্তি খুরানা, সাক্ষী তনওয়ার, জ়ায়রা ওয়াসিম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর