বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৫, ০১:৫২ পিএম
বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন মার্কিন অভিনেতা হ্যারিস ইউলিন। গত বৃহস্পতিবার (১২ জুন) নিউইয়র্কে নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। অভিনেতার মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন তার সহকারী সু লেইবম্যান।
সামাজিক মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে সু লেইবম্যান লিখেছেন, ‘ইউলিন ছিলেন সেই প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের অন্যতম একজন। যারা অভিনয়কে গভীরভাবে ভালোবাসতেন। আজীবন নিবেদিতপ্রাণ ছিলেন। অসাধারণ মনোভাব নিয়ে অভিনয় উপহার দিয়েছে। যা দর্শক, সহ-অভিনেতা এবং অভিনয় শিল্পের জন্য ছিল এক অনন্য উপহার।’

ইউলিন ১৯৩৭ সালের ৫ই নভেম্বর লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে নিউইয়র্ক “Next Time I’ll Sing to You” নাটকের মাধ্যমে তার মঞ্চ অভিষেক ঘটে। এরপর ১৯৮০ সালে “ওয়াচ ওয়ান দ্য রাইহা” নাটক পুনঃমঞ্চায়নের মাধ্যমে তিনি নিয়ইয়র্ক থিয়েটার ব্রডওয়েতে আত্মপ্রকাশ করেন। অভিনয় ছাড়াও বেশ কিছু নাটকেও নির্দেশনা দিয়েছেন।
১৯৭০ সালে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। কমেডি ঘরনার সিনেমা ‘ইন্ড অফ দ্য রোড’ অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় অভিনেতাকে। এরপর দর্শকদের উপহার দিয়েছেন ‘ঘোস্টবুস্টার’, ‘ক্লিয়ার এন্ড প্রেজেন্ট ডাংগার’, ‘ট্রেনিং ডে’, ‘দ্য প্লেস বিয়ন্ড দ্য পেনিস’- এর মতো জনপ্রিয় ছবি।

১৯৭৫ সালে মার্কিন অভিনেত্রী গ্যেন ওয়েলসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় অভিনেতা। ১৯৯৩ বার্ধক্য জনিত কারণে অভিনেতার প্রথম স্ত্রী মারা যান। এরপর অভিনেত্রী ক্রিস্টেন লোম্যানকে বিয়ে করেন ইউলিন। মৃত্যুকালে অভিনেতা তার দ্বিতীয় স্ত্রী এবং চার সন্তান রেখে গেছেন।
ইএইচ/