বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৫, ০১:৪০ পিএম
পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ জুন মৃত্যু হয় কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। তবে মৃত্যুর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহের সৎকার হয়নি। উল্টো আটকে আছে আইনি জটিলতায়। এ নিয়ে উদ্বিগ্ন তার পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে মারা গেছেন সঞ্জয়। তার নাগরিকত্বও সেখানকার। সেইসঙ্গে ভারতের নাগরিকত্বও বর্জন করেছিলেন জীবদ্দশায়। কিন্তু পরিবার চাইছে ভারতে হোক কারিশমার প্রাক্তনের সৎকার। এখানেই বেঁধেছে জটিলতা।

জানা গেছে, ভারতের নাগরিকত্ব না থাকায় তাই দেরি হতে পারে বলে জানিয়েছিল তার পরিবার। সঞ্জয়ের বাবা তথা খ্যাতনামা শিল্পপতি অশোক সচদেব আগেই জানিয়েছিলেন, আপাতত লন্ডনে ময়নাতদন্ত চলছে। সেটা শেষ হলেই একাধিক কাগুজে কাজ রয়েছে। সইসাবুদ সেরে তবেই ছেলের মরদেহ দেশে আনতে পারবেন।
ভারতের অন্যতম সফল ও বিত্তশালী ব্যবসায়ী ছিলেন সঞ্জয়। ছিলেন অটো কম্পোনেন্ট প্রস্তুতকারক Sona Comstar-এর চেয়ারম্যান। ২০১৫ সালে তিনি এ দায়িত্ব নেন এবং কোম্পানি প্রসারিত করেন।

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে।