বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৫, ১১:১০ এএম
‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার বড়পর্দায় এসেছেন মন্দিরা চক্রবর্তী। আরিফিন শুভর সঙ্গে এ লাস্যময়ীকে দর্শক এতটাই পছন্দ করেছেন যে তারা চাচ্ছেন ব্যক্তিগত জীবনে বিয়ের পিঁড়িতে বসুক শুভ-মন্দিরা। তবে মন্দিরা জানালেন, শুভকে বিয়ে করা তার পক্ষে সম্ভব না।
এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি—সবখানের কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!’

মন্দিরা বলেন, ‘প্রত্যেকটি পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!’
তবে শুভকে বিয়ে সম্ভব না উল্লেখ করে মন্দিরা বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম—ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।

সাইবার অপরাধ নিয়ে নির্মাণ করা হয়েছে ‘নীলচক্র’। এতে শুভ-মন্দিরা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।