সিনেমা হলে চলছে জয়া আহসানের ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। সবাই তার প্রশংসায় ব্যস্ত। ঠিক তখন অভিনেত্রী শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
টলিউড নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় শুরু করেছেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েলের কাজ। এরইমধ্যে সামাজিক মাধ্যমে সে খবর দিয়েছেন পরিচালক। জয়াও নিজের ইনস্টাগ্রামে হাতে ক্ল্যাপস্টিক নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে স্পষ্ট ছবির কাজে যোগ দিয়েছেন জয়া।

‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’র খবর পরিচালক দিয়েছিলেন গেল মাসে। এরপর গতকাল শনিবারে দেন মহরতের খবর। সঙ্গে লিখেছিলেন, “নতুন ছায়াছবি শুরু। নাম ‘আজও অর্ধাঙ্গিনী’।’’ আপনাদের শুভকামনা ও ভালোবাসা আমাদের প্রেরণা”। নিজের ভিডিওতেও একই ক্যাপশন ব্যবহার করেছেন জয়া।
জয়াকে দেখা গেছে সাদা ও নীল রঙে কাজ করা জামদানিতে। জামদানি জয়ার প্রিয়। সেকারণেই হয়তো সুখবর দিতে প্রিয় জামদানি বেছে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।
আজ ১৫ জুন ছবির শুটিং শুরু হওয়ার কথা। গেল পর্বে সম্পর্কের টানাপোড়েন জায়গা পেয়েছিল ছবিতে। এবার নাকি আসবে পরিবর্তন। জয়া, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা আগের চরিত্রেই পর্দায় হাজির হবেন।

