বিনোদন ডেস্ক
১২ জুন ২০২৫, ১১:৩১ এএম
শুরুটা ইংরেজি গান দিয়ে হলেও বাংলা গানে শ্রোতাদের মন জয় করেছেন জেফার রহমান। তার গাওয়া অনেক গান-ই এখন মুখে মুখে ফেরে। এরমধ্যে একটি গান একা শুনতে বললেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
গেল রোজার ঈদে ‘দাগি’ সিনেমায় ‘নিয়ে যাবে কি’ নামের একটি গানে কণ্ঠ দেন জেফার। ছবি মুক্তির পরপরই গানটি শ্রোতাপ্রিয়তা পায়। এ গান-ই একা শোনার পরামর্শ দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন গায়িকা।

নিজের ফেসবুকে জেফার লিখেছেন, ‘‘ফিল্ম ‘দাগি’তে আমার গান ‘নিয়ে যাবে কি’-এর অনেক প্রশংসা পাচ্ছি, যাদের ভালো লেগেছে তারা বলছে আমার বেস্ট গান। শুনে অনেক ভালো লাগছে যেহেতু গানটা আমার সুর করা এবং গাওয়া।’’
এরপর গায়িকা লেখেন, ‘আবার অনেকে বলছে এত ভালো একটা গানের আরও হাইপ হওয়া উচিত, এই গানের হাইপ লাগবে না। এটা আমি বানিয়েছি একা একা শোনার জন্য। এই গানটা একা শুনবেন।’

এবার ঈদে জেফার কণ্ঠ দিয়েছেন ‘লিচুর বাগানে’ গানে। ‘তাণ্ডব’ সিনেমায় গানটির সঙ্গে জমে উঠেছে শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন। এ গানে জেফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান।