বিনোদন ডেস্ক
০৭ জুন ২০২৫, ০৩:২৩ পিএম
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বিনোদ ছাবড়া মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে সিনেমার জগৎ থেকে দূরে ছিলেন। গত বৃহস্পতিবার (৫ জুন) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। প্রখ্যাত এই পরিচালকের মৃত্যুর খবর পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, ৫ জুন ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় সিনেমা পাড়ায়। ২০টির বেশি ভাষায় ছবি পরিচালনা করেছেন। মালয়ালম, তামিল, তেলুগু ও বাংলা ভাষায় ছবি নির্মাণ করে নিজের দক্ষতার ছাপ রেখেছেন।

বিনোদ ছাবড়ার মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতি তার পরিবারের সদস্যা লিখেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাবাকে হারিয়েছি।’ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীর্ঘদিনের সতীর্থরা।
উল্লেখযোগ্য নির্মিত হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘পাপি গুড়িয়া’, ‘জিম্মেদার’, ‘মাই হাজব্যান্ডেস ওয়াইফ’। ছবি নির্মাণের পাশাপাশি বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। পরিচালনা-অভিনয় ছাড়াও প্রযোজক হিসেবেও বেশ পরিচিত।

বলিউড তারকা অভিনেতা ধর্মেন্দ্র ও মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত ‘মেরা করম মেরা ধরম’-এর প্রযোজক ছিলেন বিনোদ ছাবড়া। এছাড়াও রাজীব কাপুর কিমি কাতার-অনিতা রাজ অভিনীত ‘জিম্মেদার’-এর প্রযোজনা করেছিলেন। ওম পুরী, রুপা গঙ্গোপাধ্যায় ও শক্তি কাপুর অভিনীত ‘মীনা জাজর’-এর ও প্রযোজক ছিলেন বিনোদ ছাবড়া।
ইএইচ/