images

বিনোদন

ইনসাফে ‘আকাশেতে লক্ষ তারা’, মিল্টন খন্দকারের আক্ষেপ

বিনোদন প্রতিবেদক

০৫ জুন ২০২৫, ০৪:১৭ পিএম

‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ ঢালিউডের তুমুল জনপ্রিয় গানগুলোর একটি। নব্বইয়ের দশকে সবার মন কেড়েছিল ‘কুলি’ সিনেমার এই গান। আজও মুখে মুখে ফেরে।

সম্প্রতি এই গানের একটি লাইন (আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে) ব্যবহার করা হয়েছে ঈদে মুক্তিপ্রতীক্ষিত ‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে। তবে তা জানানো হয়নি ‘‘আকাশেতে লক্ষ তারা’র গীতিকার মিল্টন খন্দকারকে। জনপ্রিয় এই গীতিকারের আক্ষেপ, তার লেখা গানটি পুনঃব্যবহারের বিষয়টি তাকে জানানো উচিত ছিল ‘ইনসাফ’ টিমের। 

ঢাকা মেইলকে মিল্টন খন্দকার বলেন, ‘‘হঠাৎ গতকাল (বুধবার) দেখলাম একটি গান রিলিজ হয়েছে সেখানে আমার এই গানটির (‘আকাশেতে লক্ষ তারা) একটি লাইন রয়েছে। সুরও একই আছে। এতে কোনো আপত্তি নেই। দুঃখও পাইনি। তবে ভদ্রতার খাতিরেও কাজটির কথা আমাকে তারা জানাতে পারতেন। আমার ভালো লাগত। শুভকামনা জানাতে পারতাম। এখনও যে জানাচ্ছি না তা না। তাদের জন্য দোয়া। তবে আমি মনে করি এতটুকু সৌজন্যতা দেখানো তাদের উচিত ছিল। আমাকে ফোন করেও টিমের কেউ বলতে পারত। যাইহোক তারপরও সবার জন্য শুভকামনা। ছবিটি যেন ব্যবসা সফল হয় এই দোয়া করি।’’

Screenshot_2025-06-05_161559

‘আকাশেতে লক্ষ তারা’ গানটির পেছনের গল্পও করলেন মিল্টন খন্দকার। তিনি বলেন, ‘‘গানটি ‘কুলি’ সিনেমার। সুরকার আলম খান। ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি আলম খানকে বলেছিলেন আমাকে দিয়ে একটি গান লেখাতে। আলম খান সাহেবও যেখানেই সুযোগ পেতেন আমাকে দিয়ে লেখাতেন। তিনি আমাকে বললেন, ‘কুলি’ সিনেমার একটি কাজ আছে তুমি চলে এসো। আমরা সিটিং করব। গিয়ে দেখি সিনেমার নায়িকা পপি, পরিচালক মনতাজুর রহমান আকবর, ছবির প্রযোজক সবাই হাজির।’’

এরপর বলেন, ‘আমরা একটি রোমান্টিক গান করতে চাচ্ছিলাম। তখন রিদমিক গান বেশ চলত। তবে সেটা আইটেম ঘরানার ছিল না। আনন্দ ফুর্তির গান ছিল। পাশাপাশি আলম ভাই ও পরিচালক মনতাজুর রহমান আকবরের শর্ত ছিল কোনো অশালীন শব্দ ব্যবহার করা যাবে না। আমিও অশালীন শব্দ গানে ব্যবহারের বিপক্ষে থাকতাম। ওই সময় সবাই মিলে আলোচনা করতে করতে গানটি তৈরি হয়।’

Screenshot_2025-06-05_161645

এদিকে মিল্টন খন্দকারের আক্ষেপ প্রসঙ্গে ‘ইনসাফ’ সিনেমার পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

‘আকাশেতে লক্ষ তারা’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। পর্দায় দুর্দান্ত রসায়ন ছিল ওমর সানি ও পপির। 

অন্যদিকে ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটিতে পারফর্ম করতে দেখা গেছে তাসনিয়া ফারিণ, শরীফুল রাজ ও মোশাররফ করিমকে। 

আরআর/