images

বিনোদন

আমাকে নেক্সট লেভেলে নেওয়ার মতো সিনেমা ‘ইনসাফ’: ফারিণ

বিনোদন ডেস্ক

০৫ জুন ২০২৫, ১০:৪৯ এএম

দরজায় কড়া নাড়ছে কোরবানি ইদ। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে ‘ইনসাফ’ ছবি। এ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছেন তাসনিয়া ফারিণের। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ ছবিতে ফারিণের বিপরীতে আছেন শরিফুল রাজ। 

সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বড় পর্দায় অভিষেক প্রসঙ্গে ফারিণ বলেন, আমার ধ্যান জ্ঞান থাকে ভালো কাজ করার। ইনসাফ তেমনই একটি সিনেমা। কমার্শিয়াল সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইনসাফ দেখলে দর্শক বুঝবেন।’ 

502468124_1313522470132497_8817629717747768480_n

অভিনেত্রী যোগ করেন, ‘কাজের মাধ্যমে সবসময় নিজেকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভাবি কীভাবে নিজের ব্যাপ্তী আরও বাড়ানো যায়। আমার মনে হয়, ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা। ইচ্ছে আছে এবার অনেক সিনেমা করবো, ইনসাফ করে থেমে যাবো না।’

সংবাদ সম্মেলনে অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘ভালো সিনেমা করতে চাই। ইনসাফের সেই চেষ্টার কমতি ছিল না। আমি কেমন করেছি সেটা দর্শক বলবে। দর্শকদের মতামতের অপেক্ষায় রইলাম। তবে ফারিণের সঙ্গে কাজ করে আমি ইমপ্রেসড।’ 

502571063_1317699086381502_9086094462709637896_n

ইনসাফ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস৷ শরিফুল-ফারিণ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। 

ইএইচ/