images

বিনোদন

‘পোশাক খুলতে পারবে?’, জনি লিভারের মেয়েকে কুপ্রস্তাব প্রযোজকের

বিনোদন ডেস্ক

০৪ জুন ২০২৫, ১১:৪৯ এএম

বলিউড অভিনে কয়েক বছর ধরেই মি টু মুভমেন্ট নিয়ে সরব বিনোদন দুনিয়ার নারীরা। হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও লেগেছে এর ঢেউ। অভিনেত্রীদের অনেকেই নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন। এবার প্রযোজনকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন বলিউড অভিনেতা জনি লিভারের মেয়ে জেমি লিভার। 

বলিউডের দুর্নাম আছে যে, এখানে সেলিব্রিটি সন্তানরাই আগে সুযোগ পায়। নেপোটিজমকে সমর্থন করে বলিউড। কিন্তু সেলিব্রিটি সন্তান হয়েও সুযোগ তো দূরের কথা, কেরিয়ারের প্রথম দিকে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন জেমি। অভিনয়ের জন্য অডিশন দিতে গিয়ে শুনতে হয়েছিল, ‘তুমি কী তোমার পোশাক খুলতে পারবে?’     

WhatsApp-Image-2020-07-07-at-6.13.45-PM
 
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৌতুক অভিনেত্রী বলেন, ‘আপনাদের হয়তো মনে হয় যে, আমার বাবা এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, তাই আমাকে কেউ ভুলভাল কথা বলার সাহস পায়নি। কিন্তু আমার মনে হয়, সব মেয়েরাই কাস্টিং কাউচের শিকার হয়েছেন। আমাকে একবার এক কো অর্ডিনেটর মেসেজ দিয়ে জানিয়ে ছিলেন একটি ছবি কাজ আছে। আমাকে অডিশন দিতে হবে। আমি এই প্রস্তাব পেয়ে খুবই খুশি হয়েছিলাম। কারণ এটি ছিল একটি আন্তর্জাতিক সিনেমা।

তিনি যোগ করেন, ‘আমার কোনো ম্যানেজার নেই। আমি নিজেই সবটা পরিচালনা করি। তাই সরাসরি তার সঙ্গে কথা বলি। তিনি আমাকে ভার্চুয়াল অডিশন দেওয়ার জন্য লিঙ্ক দিয়েছিল। তারা আমাকে যে চরিত্রের জন্যে নিতে চেয়েছিল, তা হুবহু আমার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। তাই আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই। কিন্তু লিঙ্কে থাকা ব্যক্তি তার ভিডিওটি বন্ধ করে রেখেছিলেন। যাতে আমি তার মুখ দেখতে না পাই।’

4283657_1723643323

সবশেষে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই ব্যক্তি আমাকে বলেন, তোমাকে একজন ৫০ বছর বয়সী পুরুষকে পটাতে হবে। এর জন্যে তুমি কী পোশাক খুলতে পারবে? তুমি আমাকে খুশি করতে কী কী করতে পারবে? তখন আমি বলেছিলাম আমি এই ধরনের চরিত্র করতে সাবলীল নই। আমি এটি করতে পারবো না। এরপরেও আমাকে বোঝাতে চেষ্টা করেছিল। কিন্তু আমি ভিডিও কনফারেন্স বন্ধ করে দেই।’ তবে সাক্ষাৎকারে ওই প্রযোজকের নাম প্রকাশ করেননি। 

ইএইচ/