রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেলফি তোলার নাম করে অভিনেত্রীকে যৌন হেনস্তা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

সেলফি তোলার নাম করে অভিনেত্রীকে যৌন হেনস্তা 

কখনও নগ্ন হতে চেয়ে আবার কখনও মৃত্যু গুজব ছড়িয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। এবার আলোচনায় হেনস্তার শিকার হয়ে। সেলফি তোলার নাম করে এক যুবকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার পুনম রাস্তায় দাঁড়িয়ে আলোকচিত্রীদের সঙ্গে কথা বলছেন, ঠিক তখন পেছন থেকে এক অনুরাগী সেলফি তোলার চেষ্টা চালান। রাজি হন অভিনেত্রী। 


বিজ্ঞাপন


এরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেলফি তোলার নাম করে পুনমকে জোর করে চুমু খেতে এগিয়ে যান যুবক। তাই দেখে চমকে ওঠেন অভিনেত্রী। ঘটনা আঁচ করতে পেরে যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় পুনমকে। 

poonam-cover-20220307114520-20220402174825_20240203_131411626

এসময় অভিনেত্রীর পাশে দাঁড়ান পাপারাজ্জিরা। ওই অনুরাগীকে তিরস্কার করেন তারা। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিষয়টি নিয়ে নেটমাধ্যমে সহানুভূতির বদলে কটাক্ষ সইতে হচ্ছে অভিনেত্রীকে। 


বিজ্ঞাপন


কেউ বলছেন, ‘‘ঘটনাটা সাজানো মনে হচ্ছে? শুরু থেকেই যেভাবে পুনম অস্বস্তি প্রকাশ করতে শুরু করে, তাতে আমার সন্দেহ হয়,’’ অন্য একজন লিখেছেন, ‘‘আমি দেখতে পাচ্ছি ঠিক কতটা খারাপ অভিনয় করেছে।’’ যদিও এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি পুনম।

২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্যাচের আগে পুনম ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তবে ভারত জিতলেও নগ্ন হননি পুনম। 

pun-pan_20240203_124316116

তবে সেসময় ওই ঘোষণা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন পুনম। পরের বছর নাম লিখিয়েছিলেন বলিউডে। অভিনয় করেছিলেন ‘নাশা’ সিনেমায়। এছাড়া ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর