images

বিনোদন

গান গেয়ে ট্রলের শিকার তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

২৭ মে ২০২৫, ০২:৩৮ পিএম

অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ে যেমন পারদর্শী গানেও কম যান না। গত বছর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে তার গাওয়া ‘রঙে রঙে’ গানটি ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। তবে এবার গান গেয়ে ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী। 

'ইনসাফ'-এ ভয়ংকর লুকে ফারিণ, কোরিয়ান ছবির পোস্টারের সঙ্গে মিল!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফারিণের গাওয়া গানের একটি রিলস ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর কণ্ঠে কালজয়ী গান ‘আমি বনফুল গো’ শুনে ক্ষোভে মেজাজ হারিয়েছেন সংগীতাঙ্গনের অনেকেই। কেউ বলছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। এই ভিডিও শেয়ার করে অনেকেই ফারিণের তুমুল সমালোচনা করেন। 

501026794_18506637301006852_6847208941448852317_n

প্রণব রায়ের লেখা ‘আমি বনফুল গো’গানটি সুর করেছেন কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত। প্রথম কণ্ঠ দিয়েছিলেন কানন দেবী। এরপর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম। তার পরিবেশনায় গানটি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায়। এরপর অনেকেই ভালোবেসে গানটি কণ্ঠে তুলেছেন। 

ভারতের সিনেমা থেকে সরে দাঁড়ালেন ফারিণ

ফারিণের কণ্ঠে বেসুরো গানটি শুনে কালজয়ী একটি গানকে মেরে ফেলা হয়েছে বলেও অনেকেই মন্তব্য করেছেন। এক নেটিজেন বলেন, ‘সত‍্যিই খুবই হতাশ হলাম। অতি আত্মবিশ্বাস ভীষণ ক্ষতি করে ফেলে!’ নজরুল সংগীতশিল্পী রত্না দাস লিখেছেন, ‘হায়রে রুচি’। 

486563128_1266040654880679_502218098957517249_n

তবে ফারিণকে কটাক্ষ না করে অভিনেত্রীর চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ছোট মানুষ চেষ্টা করে যাচ্ছে’। 

ইএইচ/