বিনোদন প্রতিবেদক
২৬ মে ২০২৫, ০৬:২৮ পিএম
কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত সিনেমাটি নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। এরমধ্যে শোনা গেল আলফা আইয়ের পরবর্তী সিনেমায়ও থাকছেন শাকিব। একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে খবরটি।
সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে, আলফা আইয়ের পরবর্তী সিনেমায়ও থাকছেন শাকিব খান। সিনেমাটি ঈদে মুক্তি পাবে না। ঈদের বাইরে অন্য কোনো উৎসবে মুক্তি দেওয়া হবে। বিশাল আয়োজনে নির্মিত হবে সিনেমাটি।

ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে শাকিবের সঙ্গে এ ছবিতে স্ক্রিন শেয়ার করবেন দেশি-বিদেশি অভিনেত্রী। এরকম উল্লেখ করে সূত্র জানায়, শাকিবের সঙ্গে দেখা যাবে দেশি-বিদেশি নায়িকাদের। আইটেম গানেও থাকছে চমক। কোমর দোলাতে দেখা যাবে বলিউড কিংবা দক্ষিণী কোনো সুন্দরীকে।
ক্যামেরার পেছনেও থাকবে চমক। সূত্র জানিয়েছে, ছবিটি পরিচলানায় থাকতে পারেন রায়হান রাফী কিংবা আদনান আল রাজীব। ঢালিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে এটি। পারিশ্রমিক হিসেবে শাকিব নিচ্ছেন দেড় কটির ওপরে। ছবিটির নিয়ে কিং খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন।

এদিকে ঈদে মুক্তিপ্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমার ফোরকাস্ট এরইমধ্যে ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। ছবিটিতে কিং খানের সঙ্গে থাকবেন জয়া আহসান, সাবিলা নূর, ডা. এজাজ, রোজী সিদ্দিকী প্রমুখ।