images

বিনোদন

যে রোগে আক্রান্ত মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

২৫ মে ২০২৫, ০৩:২৮ পিএম

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয় দিয়ে বরাবরই প্রশংসিত হয়েছেন। তার অভিনয় মুগ্ধ করে হল ভর্তি দর্শকদের। অভিনয়ের পাশিপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব অভিনেত্রী। শরীরচর্চা থেকে শুরু করে ঘুরাঘুরি ছবি, প্রতিদিনের বাহারি খাবার, পোষ্যদের সঙ্গে খুনসুটির মুহূর্ত গুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করেন। 

শুটিং সেটে আহত মিমি চক্রবর্তী

শনিবার (২৪ মে) একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে নিজের কঠিন রোগের কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্টে একগুচ্ছ ছবির মধ্যে জায়গা পেয়েছে তার শরীরচর্চা ছবি। ওই পোস্টে অভিনেত্রী সূর্যমুখী ফুলের ছবিও ভাগ করে নিয়েছেন। সঙ্গে আছে বেরি ফল ও বাহারি খাবারের ছবিও। 

481673076_1181761119978522_2831434672848106240_n

এইসব ছবির মধ্যেই মিমি আরও একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা গেছে চোখের ওপর আইস প্যাক লাগানো। ছবির ওপর লিখেছেন ‘মাইগ্রেন তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে মাইগ্রেনের যন্ত্রণায় কাবু হয়ে গেছেন। বলে রাখা ভালো, বহু বছর ধরেই অভিনেত্রী মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। গত বছর এক পোস্টে লিখেছিলেন মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব। 

আমরা কি এখনও স্বাধীন, ভারতের স্বাধীনতা দিবসে মিমির প্রশ্ন

মাইগ্রেন মূলত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়। আবার অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই মাইগ্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইগ্রেনে আক্রান্ত রোগীদের তীব্র মাথাব্যথা হয়।  

ইএইচ/