images

বিনোদন

শাকিব খান যত বড় শিল্পী তত বড় নিরহংকারী: ডা. এজাজ 

রাফিউজ্জামান রাফি

২২ মে ২০২৫, ০৪:১০ পিএম

ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। প্রচারণা নামের পাগলা ঘোড়া ছোটাতে প্রকাশ করা হয়েছে ফরকাস্ট। সেখানে এক ঝলক দেখা গেছে জনপ্রিয় অভিনেতা ডাক্তার এজাজকে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে তার চরিত্রটি নিয়ে। বেশ উপভোগ করছেন তিনি। 

সিনেমাটিতে এজাজের চরিত্রটি রাজনৈতিকের উল্লেখ করে শুরুতেই ঢাকা মেইলকে বললেন, ‘বেশ ভালো লাগছে। এতবড় একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছি। শাকিব খান আছেন। রায়হান রাফী পরিচালক। যদিও আমার চরিত্রটির ব্যপ্তি কম। কিন্তু ভালো লাগছে।’

eja

‘তাণ্ডব’ দিয়ে পঞ্চমবারের মতো শাকিবের সঙ্গে কাজ করলেন এজাজ। আগের ছবিগুলোতে কিং খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সুখকর। এবারও ব্যতিক্রম হয়নি। মুগ্ধ এজাজ বলেন, ‘‘শাকিব খানের সঙ্গে এটা আমার পঞ্চম ছবি। এর আগে ‘রাজকুমার’, ‘মায়ের মর্যাদা’সহ চারটি ছবি করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় সুন্দর। তিনি যত বড় শিল্পী তত বড় নিরহংকারী। শুরু থেকেই আমি তার এই গুণে মুগ্ধ। তাকে নিয়ে অনেক জায়গায় গল্প করি। এত বড় মাপের ও জনপ্রিয় শিল্পী হয়েও এত নমনীয় মনোভাব, নমনীয় আচরণ! আমাদের প্রতি যে সম্মান তিনি দেখান সেটা আপ্লুত করে।’’

শাকিবের সঙ্গে একাধিকবার হলেও রাফীর সঙ্গে এবার-ই প্রথম কাজের অভিজ্ঞতা এজাজের। সে অভিজ্ঞতাও নিলেন ভাগ করে। তার কথায়, ‘রায়হান রাফীর সঙ্গে এটাই প্রথম কাজ। তিনিও অনেক ভালো মানুষ। আমার ডাক্তারি ব্যস্ততা ফিল করেছেন। একজন চিকিৎসকের ব্যস্ততা বিবেচনা করে যতটুকু প্রাধান্য দেওয়ার সেটুকু আমাকে হুমায়ূন স্যার (হুমায়ূন আহমেদ) দিতেন। রাফীও দিয়েছেন। আমাকে চার-পাঁচটি দৃশ্যে দেখা যাবে। তবে এত বড় কাজে ওইটুকু করতে অনেক সময় দিতে হয়। কিন্তু রাফী মাথায় রেখেছিলেন, উনি এখান থেকে গিয়ে রোগী দেখবেন। ওনাকে বেশি দিন আটকাব না। একজন চিকিৎসকের প্রতি তার এই মমতা আমাকে মুগ্ধ করেছে।’

king

শুধু শাকিব-রাফীতে মুগ্ধ নন ডা. এজাজ। গোটা ‘তাণ্ডব’ নিয়েই মুগ্ধতা ঝরে পড়ল তার কথায়। বললেন, ‘টিমটা অসাধারণ। বিরাট আয়োজন। এক কথায় দেখার মতো। এ পর্যন্ত তো কম ছবি করিনি। ৪০ টার মতো হবে। তবে রায়হান রাফীর এই আয়োজনটা মনোমুগ্ধকর। দারুণ টিম ওয়ার্ক, সবাই নিয়ম মেনে কাজ করছেন। অর্থাৎ একটি ভালো কাজের জন্য যে আন্তরিকতা প্রয়োজন সেটা সেটের সবার মধ্যে ছিল।’

সবশেষে ফের শাকিবের প্রশংসা অভিনেতার কণ্ঠে। তিনি বলেন, ‘যখন কারও উত্থান হয় তখন কিন্তু কাজে অবহেলা চলে আসে। আমি খুব পারি, যা বলব তাই ঠিক— এরকম অ্যাটিটিউড থাকে। শাকিব খানের বেলায় উল্টো। তিনি সামান্যতম ত্রুটি রেখে কাজ করতে চান না। কাজের বেলায় সর্বোচ্চ যত্নশীল বলতে যেটা বোঝায় সেটাই শাকিব খান। একজন মানুষ যদি তার কাজের প্রতি এত মনোযোগী ও যত্নশীল হন তার তো সামনে আগানো ছাড়া পেছানোর কোনো কারণ দেখি না। একজন সর্বোচ্চ জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বি মানুষের যেসব বৈশিষ্ট্য থাকা উচিত অর্থাৎ আমি আরও এগিয়ে যাব, জায়গাটি ধরে রাখব— বিষয়গুলো একশ ভাগ আছে তার মধ্যে। সবমিলিয়ে, কাজের প্রতি একজন শিল্পীর যে একাগ্রতা থাকা দরকার সেটি শাকিবকে দেখে আমাদের শেখার আছে। ডাবিংয়ের সময়ও তিনি সর্বোচ্চ যত্নশীল। আমার চোখে দেখা। ডাবিং সম্পন্ন হওয়ার পরও কোথাও যদি অসামঞ্জস্য মনে হয়েছে নিষেধ করলেও তিনি শোনেননি। আবার দিয়েছেন। এরকম যত্নশীল মানুষ কেন আগাবেন না বলুন। যিনি তার কাজের প্রতি এত মমতাময়ী ও শ্রদ্ধাশীল তার পেছানোর কোনো সুযোগ নেই।’

jaj

‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে রয়েছেন জয়া আহসান, সাবিলা নূর, রোজি সিদ্দিকী, এফ এস নাঈম প্রমুখ। ‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে  চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

আরআর