images

বিনোদন

অভিযোগকারী নারী চার মাসের গর্ভবতী: নোবেলের আইনজীবী

বিনোদন ডেস্ক

২১ মে ২০২৫, ১২:১১ পিএম

রাজধানীর ডেমরা থানায় কলেজশিক্ষার্থী অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার গায়কে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। 

যে অভিযোগে গ্রেফতার গায়ক নোবেল

ডেমরা থানার কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ২টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এক শিক্ষার্থী ৭ মাস আটক রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর বেলা দুপুর ২টায় আদালতে তোলে হলে নোবেলের আইনজীবী জামিন আবেদন করে বলেন, অভিযোগকারী কন্ঠশিল্পীর স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। 

499685193_1140443154793807_7245434072907508781_n

নোবেলের আইনজীবী শুনানিতে বলেন, মামলার ঘটনা গত বছরের ১২ নভেম্বর। আর বাদী আসামির স্ত্রী। গতকাল রাত পর্যন্ত তারা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছে। মীমাংসার জন্য নোবেলকে থানায় ডেকে নেওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়। আসামির বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ নেই। মেয়ে লিগ্যালি তার ওয়াইফ, চার মাসের প্রেগন্যান্ট। নোবেল তার সাথে সংসার করতে চায়। আমরা যেকোনো শর্তে আপস করতে ইচ্ছুক।

৭ মাস ধরে নারীকে আটকে রেখে ধর্ষণ করেন নোবেল: পুলিশ

এ সময় বিচারক কাবিননামা আছে কি না জানতে চান। তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, তাড়াহুড়োর কারণে কাবিননামা আনা হয়নি। 

498237047_1140443298127126_8814573270313132718_n

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় দেখেছি এই আসামি সাংসারিক, ব্যক্তিজীবন নিয়ে ভালো অবস্থায় নেই। বাদী দাবি করেছেন, ইডেন কলেজে তিনি অধ্যয়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়। পরে ফোনে কথাবার্তা হয়। গত বছরের ১২ নভেম্বর তাদের দেখা হয়। আসামি বাদীকে তার ডেমরার স্টুডিওতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ২/৩ জনের সহায়তায় ধর্ষণ করে, মারধর করে।’

গায়ক নোবেল গ্রেফতার, যা বললেন প্রাক্তন স্ত্রী

দুইপক্ষের শুনানি শেষে নোবেলকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত।   

ইএইচ/