images

বিনোদন

নুসরাত ফারিয়া গ্রেফতার, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিনোদন ডেস্ক

১৯ মে ২০২৫, ০১:১৫ পিএম

ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেফতার করা হয়েছে , এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নুসরাত ফারিয়া গ্রেফতার, যা বললেন বাঁধন

তিনি বলেন, ‘নুসরাত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেফতার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।’ 

স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ করেন, ‘অনেকবার বলছি, কেউ যেন ভোগান্তির শিকার না হয় এজন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি, শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে। কোনো একটা নিরীহ লোকও যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ না করে, এ ব্যবস্থা আমরা অবশ্যই নিব।’ 

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো তাকে দোষী বা নির্দোষ বলতে পারব না। তার নামে যদি কেস থাকে, কি করবেন? ছেড়ে দিলে আপনারাই তো বলবেন, আপনি ছেড়ে দিয়েছেন।’

480603646_1177585620393949_8479166760722123338_n

এর আগে আজ সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।

নুসরাত ফারিয়া গ্রেফতার, যা বললেন ফারুকী

গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেন। 

490982003_1219806426171868_8280322041665370154_n

গত ২৮ এপ্রিল এনামুক হক নামের এক ব্যক্তি নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭ অভিনয় শিল্পী সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছিল।

যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া

মামলার নথিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন অভিনেত্রী।  
 
ইএইচ/