রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুসরাত ফারিয়া গ্রেফতার, যা বললেন বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

নুসরাত ফারিয়া গ্রেফতার, যা বললেন বাঁধন

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে। গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। অভিনেত্রীকে গ্রেফতারের পর শোবিজ তারকারা সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে মুখ খুললেন বাঁধন। 

যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া


বিজ্ঞাপন


আজ সোমবার (১৯ মে) এক পোস্টে ফারিয়াকে গ্রেফতারে করায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ 

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে

এখানেই শেষ না বাঁধন আরও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থার নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

সর্বশেষ তিনি লিখেছেন, ‘আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যাযবিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না।’ 


বিজ্ঞাপন


480142985_1177586557060522_1149235969902700944_n

বলে রাখা ভালো, গতকাল দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। 

গতকাল বিকাল সাড়ে ৫টায় ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা গেছে আজ আদলতে তোলা হবে নুসরাত ফারিয়াকে। 
 
ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর