images

বিনোদন

গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন, নুসরাত ফারিয়া ইস্যুতে নিপুন

বিনোদন ডেস্ক

১৯ মে ২০২৫, ১২:০৩ পিএম

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করায় শিল্পাঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদও করেছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন নির্মাতা আশফাক নিপুন। নুসরাত ফারিয়ার গ্রেফতারকে নাটক বলে মনে করছেন এ পরিচালক। 

আজ সোমবার নিজের ফেসবুকে নিপুন লিখেছেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। 

463977972_3624994014312509_5078211402426190464_n

ক্ষুব্ধ নিপুন লিখেছেন, এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।

সবশেষে লিখেছেন, আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।
গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।

490152864_1216036013215576_1910070075526899588_n

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।