images

বিনোদন

ক্যানসারে আক্রান্ত হয়ে পঞ্চাশের আগে চলে গেলেন জনপ্রিয় গায়িকা

বিনোদন ডেস্ক

১৮ মে ২০২৫, ০১:২৯ পিএম

ভারতীয় সংগীতশিল্পী গায়ত্রী হাজারিকা ক্যানসারের কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। গত শুক্রবার (১৬ মে) গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগত। শোক প্রকাশ করেছেন  সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। 

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

নেমকেয়ার হাসপাতালের পরিচালক গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কণ্ঠশিল্পীকে আইসিইউতে নেয়া হয়। সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

assamese-singer-gayatri-hazarika-passed-away-at-the-age-of-44-1_2025051461206

সংগীত পরিচালক কাকোটি বলেন, ‘গায়ত্রী ছিলেন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তার মৃত্যু আসামের সংগীতজগতে এক শূন্যতার সৃষ্টি করল। যা সহজে পূরণ হবার নয়।’ 

চলচ্চিত্র নির্মাতা আইমি বরুয়া সামাজিকমাধ্যমে এক পোস্টে শোক জানিয়ে লিখেছেন, তিনি আসামের সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। তার প্রস্থান একটি অপূরণীয় ক্ষতি। 

গাইতে গাইতে মারা গেলেন জনপ্রিয় গায়ক

বলে রাখা ভালো, গায়ত্রী হাজারিকার কণ্ঠের মাধুর্য, আবেগময় গায়কী ও মঞ্চে তার সাবলীল উপস্থিতি শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিল। বিশেষ করে তার আইকনিক গান ‘ফাগুন’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। 

ইএইচ/