images

বিনোদন

শাকিবের ‘তাণ্ডব’-এ থাকছেন আফজাল হোসেন

বিনোদন ডেস্ক

০৮ মে ২০২৫, ০১:৪৭ পিএম

আসন্ন কোরবানি ইদের ছবি ‘তাণ্ডব’-এ শাকিবের বিপরীতে অভিনয় দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিল নূরের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এ ছবির বেশ কিছু লুক ভাইরাল হয়েছে। প্রথমে বেশ গোপনীয়তার সঙ্গে শুটিং শুরু করলেও শেষ রক্ষা হয়নি পরিচালক রায়হান রাফীর। 

শাকিব খানের সিনেমা মানেই বড় ধামাকা। তার সাথে যুক্ত হয়েছেন ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। আগে থেকে বড় ঝলক দেখানোর কথা জানিয়েছিলেন নির্মাতা। সেই ঝলক দেখাতে ‘তাণ্ডব’ ছবিতে যুক্ত করছেন ঢাকায় সিনেমার তাবড় সব তারকাদের। 

প্রথমে গুঞ্জন উঠেছিল আসন্ন ঈদের আলোচিত এ ছবিতে দেখা যাবে শাকিব-নিশোর অ্যাকশান। তবে কিং খানের আপত্তিতে, দুই তারকাকে একসাথে বড় পর্দায় দেখার অপেক্ষা দীর্ঘ হলো অনুসারীদের। জানা গেছে, রাফীর নতুন ছবিতে দেখা যাবে চিরসবুজ অভিনেতা আফজাল হোসেনকে। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। পুলিশের স্পেশাল ফোর্স ‘সোয়াট’-এর প্রধানের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। 

রাজধানীর এফডিসি ছাড়াও রাজশাহীর বিভিন্ন লোকেশনে শুটিং করছেন শিল্পীরা। সিনেমাটিতে বিদেশি ফাইট ডিরেক্টর ও টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা রাফী। তিনি বলেন, ‘এখনই কিছু বলতে চাই না। আগে কাজটা শেষ হোক। অনেক চমক থাকছে সিনেমাটিতে।’

শাকিবের 'তাণ্ডব'-এ আফরান নিশো

বলে রাখা ভালো, এ ছবির একটি বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে বিস্তারিত কিছু জানানি ছবির পরিচালক। সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। 

ইএইচ/