সিনেমায় নাম লিখিয়েই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আফরান নিশোকে। এবার ঈদেও ‘বরবাদে’র বিপরীতে হাজির হচ্ছেন ‘দাগি’ নিয়ে। কিং খানের সঙ্গে বারবার টক্কর দেওয়ায় শাকিবিয়ানদের চক্ষুশূল তিনি। এবার পাল্টে যাচ্ছে চিত্র। কেননা শাকিব খানের সিনেমায় থাকছেন নিশো।
খবরটি আকাশ থেকে পড়ার মতো হলেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কোরবানি ঈদে সিনেমা হলে ‘তাণ্ডব’ চলাবেন শাকিব। এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’-এই দেখা যাবে নিশোকে। সিনেমাটির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে খবরটি।
সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে, ‘তাণ্ডব’-এ শাকিবের পাশাপাশি দেখা যাবে নিশোকেও। ৪০ সেকন্ডের একটি ক্যামিওতে থাকছেন দাগির নায়ক।
এতে বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেইসঙ্গে গুঞ্জন ছড়িয়েছে ছবিটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়ে সূত্র জানিয়েছে, ‘তাণ্ডব’ সিনেমায় থাকছেন না সাবিলা নূর।
বিজ্ঞাপন
জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি।
ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। আগামী ২৮ মার্চ শাকিবের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে আসছে রোজার ঈদে মুক্তির পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি। এরইমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এ ছবিতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।