images

বিনোদন

সম্পর্ক ভাঙছে বিজয়-রাশমিকার, বেড়েছে দূরত্ব! 

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২৫, ০১:২০ পিএম

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে কম কাসুন্দি ঘাটা হয়নি। মাঝে মাঝেই ডানা মেলেছে তাদের সম্পর্কের গুঞ্জন। যদিও এ নিয়ে মুখ খোলেননি তারা। তবে সে নীরবতাকে অনেকে সম্মতির লক্ষ্ণণ ভেবেছিলেন। ঠিক তখন উল্টো খবর। বলিউডের বাতাসে চাউর হয়েছে সম্পর্ক ভেঙে গেছে বিজয়-রাশমিকার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী বিজয়ের ইনস্টাগ্রাম থেকে ছড়িয়েছে গুঞ্জনটি। কেননা তিনি এখন আর রাশমিকাকে অনুসরণ করছেন না। সেখানে চোখে রেখে দেখা গেছে, মোট ৩৫ জনকে অনুসরণ করছেন বিজয়। যেখানে রাশমিকা নেই। এ থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি দুজনের পথ দুদিকে বেঁকে গেল? 

gossip-rashmika-doing-a-special-role-in-family-star_b_0112230655

তবে এবারও আগের মতো মুখে তালা দিয়ে রেখেছেন বিজয় রাশমিকা। তাই আসল সত্যটা সামনে আসছে না। যদিও সেসবের ধার অনেকেই ধারছেন না। নিজেদের মতো করে বিচ্ছেদের গল্প ভেবে নিচ্ছেন। 

অথচ কদিন আগেই বাতাসে ভেসে বেড়াত বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন। এ যুগলকে একসঙ্গে কখনও রেস্তোরাঁয় একসঙ্গে বেড়াতে যেতে দেখা যেত। এছাড়া চলতি বছরের শুরুতে বিজয় জানিয়েছিলেন তিনি সিঙ্গেল নন। অন্যদিকে রাশিমিকাকে সময় কাটাতে দেখা গিয়েছিল বিজয়ের পরিবারের সঙ্গে। তা দেখে অনেকের ধারণা ছিল, চার হাত এক হচ্ছে তারকাদ্বয়ের। কিন্তু তার আগেই বাজল বিচ্ছেদের বাজনা!