images

বিনোদন

ইসলাম এসব শেখায় না, কাশ্মীর হামলা প্রসঙ্গে ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

৩০ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম

কাশ্মীরের পহেলগামে হামলায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। এবার ইমরান হাশমি চাইলেন বদলা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ক্ষুব্ধ ইমরানের মন্তব্য, “আশা করি, ভারত সরকার এই হামলার যোগ্য জবাব দিয়ে প্রতিশোধ নেবে। সন্ত্রাসবাদের কখনও কোনো ধর্ম হয় না। এক বিকৃত মতাদর্শেই তৈরি হয় সন্ত্রাসবাদ। কারণ আমাদের ধর্ম (ইসলাম) তো এসব শেখায় না।”

emraan-hashmi-exorcism-dybbuk_(1)

অভিনেতার সংযোজন, “অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন যে, হামলার সময় কেন কোনো সেনাবাহিনী মোতায়েন ছিল না? আমার মতে, একটা গোটা উপত্যকাকে এভাবে নিরাপত্তায় মুড়ে দেওয়ার কাজটা কঠিন। তবুও বলব, আমাদের দেশের নিরাপত্তা এজেন্সিগুলি এই বিষয়ে বেশ অভিজ্ঞ। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসও উন্নত। কিন্তু বৈসরন উপত্যকা তো একটা বিশাল এলাকা। তাই এত বড় পর্যটন কেন্দ্রে কতজন সেনা অফিসার বা জওয়ান মোতায়েন করতে পারতেন? আর যারা হামলা চালিয়েছে, তারা আগে থেকে ছক কষেই রেখেছিল। জেনেবুঝেই বৈসরনে আক্রমণ চালানো হয়েছে। কারণ ওটা পহেলগাঁওয়ের সবথেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটা কাপুরুষোচিত হামলা ছাড়া কিছুই নয়।”

মুক্তি পেয়েছে ইমরানের সিনেমা ‘গ্রাউন্ড জিরো’। ছবিটি কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি। এরইমধ্যে কাশ্মীরে সন্ত্রাসী হামলা। যাতে রীতিমতো চটেছেন অভিনেতা। সেকারণে চাইছেন বদলা। 
গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হন তারকারা।