ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি শোবিজ অঙ্গনে পা রাখেন ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয় দিয়ে। এক যুগেরও বেশি সময় অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। অভিনেত্রীর প্রাঞ্জল অভিনয় বরবারই নজর কেঁড়েছে সিনেমাপ্রেমীদের। এবার অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নজর কেঁড়েছে নেটিজেনদের।
বিজ্ঞাপন
গতবছর ফেব্রুয়ারী মাসে এক ফেসবুক লাইভে প্রাক্তন স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদর কথা জানিয়েছিলেন মাহি। এরপর আর বিয়ে করেননি। এরই মাঝে কেঁটে গেছে একবছরেরও বেশি সময়।

আজ বুধবার (৩০ এপ্রিল) সূর্যের আলো ফুঁটতেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে একটু আদরে রাখো’। তারপরই একটা ‘লাল হার্ট’ দিয়েছেন। এদিকে ‘লাল হার্ট’ ইমোজির অর্থ খুজে জানা গেছে প্রকৃত ভালবাসার বহিঃপ্রকাশ করতেই এ ইমোজির ব্যবহার করা হয়।
বিজ্ঞাপন
সম্পর্ক গড়া কিংবা বিচ্ছেদ নিয়ে কখনোই কোনো রাখঢাক করেন না মাহি। যখনই প্রেমে পড়েন কিংবা কারও সঙ্গে সম্পর্কে জড়ান তখন তার স্বভাবসুলভ আচরণেই সেটি প্রকাশ পায়। সেসময় বেশ হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন নায়িকা। চলতি মাসের (এপ্রিল) শুরুতে একপোস্টে ইঙ্গিত দেন নতুন সংসার গোছানোর।
এদিকে অভিনেত্রী পোস্টে পর দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত নায়িকার অনুরাগীরা। ওই পোস্টের পর নেটিজেনরা ধারণা করেছেন, গত বছর রাকিবের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী।
ইএইচ/

