images

বিনোদন

শাকিবকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শক 

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পিএম

আসন্ন কোরবানি ঈদে শাকিবিয়ানদের জন্য সবচেয়ে বড় উপহার ‘তাণ্ডব’ সিনেমা। গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর ঝড় তুলেছে দর্শকমহলে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতেও রমরমা ব্যবসা করেছে ‘বরবাদ’ সিনেমা। 

শাকিবের 'তাণ্ডব'-এ আফরান নিশো

শাকিব খানের অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি বছরের সিনেমাপ্রেমীরা। অভিনেতার প্রতি দর্শকদের ভালোবাসার ক্রেজ সবকিছু ছাড়িয়ে গেছে। প্রমাণ মিলেছে ‘বরবাদ’ সিনেমার অনকাট সার্টিফিকেশনের আন্দোলনে। বহুল আলোচিত এ সিনেমার দৃশ্যে কাঁচি চালিয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তখন শাকিবিয়ানরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। 

shakib_khan_
 গতকাল সোমবার সামাজিক মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে শাকিবকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। শুটিং শেষে যখন অভিনেতা বের হচ্ছেন, তখন শাকিবিয়ানরা উল্লাসে ফেটে পড়েন। অভিনেতার নামে স্লোগান দিতে থাকেন। উপস্থিত দর্শকদের হতাশ করেননি মেগাস্টার। হাত নেড়ে, হাসিমুখে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। এরপর দর্শকদের ভিড় ঠেলে পুলিশের কড়া নিরাপত্তায় শুটিং সেট থেকে বেরিয়ে যান শাকিব খান। জানা গেছে এটি ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালীন ভিডিও। 

'তাণ্ডব'-এ শাকিবের সঙ্গে সাবিলা নূর!

ওই ভিডিওর ক্যাপশনে ‘এস কে ফিল্মস’-এর ফেসবুক পেজে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেগাস্টার শাকিব খানের আউটডোর শুটিং যেন একেকটা উৎসব! প্রিয় তারকাকে একনজর দেখতে দূরদূরান্ত মানুষ ছুটে চলে আসে শুটিং স্পটে! এ ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে। এই ভালোবাসা, অনন্ত ভালোবাসা।’

shakib_khan_11

জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমার চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। শাকিব খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে সাবিলা নূর ও জয়া আহসানকে।  

ইএইচ