images

বিনোদন

ইতিহাস গড়ার অপেক্ষায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল ২০২৫, ১২:৩১ পিএম

আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্টে ‘মেট গালা ২০২৫’। গুঞ্জন উঠেছিল আসন্ন মেট গালার আয়োজনে লাল গালিচায় পা রাখবেন বলিউড বাদশা শাহরুখ খান। গুঞ্জনই সত্য হলো।

প্রথমবারের মতো মেট গালা’তে পা রাখতে চলেছেন বলিউড বাদশা। জানা গেছে প্রথম কোনো ভারতীয় পুরুষ অভিনেতা মেট গালায় অংশ নিচ্ছেন। অভিনেতার মেট গালায় পা রাখার খবরে রীতিমতো উত্তেজিত তার ফ্যানরা।

শাহরুখ খান কোন গাড়িতে চড়েন?

৫ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজ়িয়াম অফ আর্টে আয়োজিত হবে মেট গালার ইভেন্ট। সেখানে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক পরে হাঁটবেন শাহরুখ।

এবারের মেট গালার লাল গালিচা হবে শাহরুখময়। এর আগে খুব বেশি ফ্যাশন শোতে হাঁটতে দেখা যায়নি বলিউড বাদশাহকে। তিনি হাঁটলে যে মেট গালার জৌলুস আরও বাড়বে, সে আর বলার অপেক্ষা রাখে না। 

srk

চলতি মাসের শুরুতে ‘ডায়েট সব্য’র একটি পোস্টে জানা যায়, মেট গালায় শাহরুখের হাঁটার সম্ভাবনা তৈরি হয়েছে।

সেই সময়ে তারা জানিয়েছিল, দেশের অন্যতম সিনে তারকা ও ভারতীয় ফ্যাশন দুনিয়ার রাজা হাতে হাত মিলিয়ে বড় কিছু ঘটাতে চলেছেন। সেই সময়ে কারও নাম না করলেও, প্রায় সবাই ধরেই নিয়েছিল, এই পোস্ট শাহরুখ ও সব্যসাচীকে নিয়েই করা হয়েছে। এবার তারাই খবরটি নিশ্চিত করলেন। ২০২৫ সালের মেট গালার থিম ‘থাইলরেড ফর ইউ’।অর্থাৎ আপনার জন্য সাজানো।

শাহরুখ খানের সঙ্গে নিজেকে তুলনা করে কটাক্ষের শিকার উর্বশী

‘মেট গালা ২০২৫’এর পুরো আয়োজনের নেতৃত্ব দেবেন কো-চেয়ার ফারেল উইলিয়ামস, লুইস হ্যামিলটন, কোলম্যান ডমিঙ্গো এবং এস্যাপ রকি। এ ছাড়াও থাকছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস।

'মেট গালা' মূলত আন্তর্জাতিক ফ্যাশন শো। যেখানে প্রতি বছর আমন্ত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। এর আগে 'মেট গালা'র লাল গালিচায় তাক লাগিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা। 

ইএইচ