images

বিনোদন

টেসলার জন্য জনজীবন দুঃসহ হয়ে পড়েছে: আসিফ আকবর

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম

রাজধানীর সড়ক গুলোতে প্রতিদিন বাড়ছে যানজট। নষ্ট হচ্ছে কর্ম ঘন্টা, তৈরি হচ্ছে জনদূর্ভোগ। যানজটের শিকার হয়ে সঠিক সময় হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেকেই রাস্তায় প্রাণ হারাচ্ছেন। ট্রাফিক ব্যবস্থা উন্নতির সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে নতুন সমস্যা। সরকারের জনকল্যাণমুখী নানা প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে। 

গাজায় নিহতদের নিয়ে যা বললেন আসিফ আকবর\

দেশের সচেতন নাগরিকারা মনে করেন রাজধানীতে যানজটের প্রধান কারণ ব্যাটারি চালিত রিকশা। এবার ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

asif__2

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘টেসলা খ‍্যাত ব‍্যাটারি চালিত রিকশায় জনজীবন দুঃসহ। সরকার আত্মসমর্পন করেছে, এদের ( ব‍্যাটারি চালিত রিকশা) প্রতিরোধের সময় চলে এসেছে।’

গায়কের পোস্টেকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। গায়েক পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্রতিরোধ করার আগে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে’। ওই মন্তব্যের জবাব দিয়েছেন আসিফ আকবর। তিনি লিখেছেন,  ‘এই রিকশা আসার আগে কি কর্ম ছিল?’ 

চেষ্টা করেও কিছু লিখতে পারছি না: আসিফ আকবর

অন্য একজন লিখেছেন, ‘আফিস ভাই আপনিও রিকশা কে টেসলা বললেন। এই টেসলার চালকরাও আপনার গানের শ্রোতা’। ওই মন্তব্যের উত্তরে কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এসব ফালতু যুক্তি দিয়ে চলবে না’।

ইএইচ