বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়ালের রহস্যজনক মৃত্যু। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মিশার বাবা-মা। গত ২৫ এপ্রিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মৃত্যু খবর জানিয়ে, মৃত মিশার আত্মার শান্তির জন্য প্রার্থনা চাওয়া হয়। তার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগী মহলে।
কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা ফারজানা সিঁথির
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদ অনুযায়ী, ২৪ বছর বয়সী মিশার জনপ্রিয়তা ছিল নজরকাড়া। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা সাড়ে তিন লাখের বেশি। নিজের কনটেন্টে হাস্যরসের মাধ্যমে অনুরাগীদের মাতিয়ে রাখতেন। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে যেত খুব অল্প সময়ের মধ্যেই।

কনটেন্ট ক্রিয়েটরের জন্মদিন ছিল গতকাল শনিবার ২৬ এপ্রিল। বেঁচে থাকলে সেদিন ২৫ বছরে পা রাখতেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু তার আগেই থেমে গেল জীবনের পথচলা। তার মৃত্যুর খবরে হতবাক অনুরাগীরা।
বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খান
মিশার বাবা-মা এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানান। ওই বিবৃতিতে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আপনাদের প্রিয় মিশা আগারওয়াল আর আমাদের মাঝে নেই। আপনারা যেভাবে মিশাকে ভালোবেসেছেন ও সমর্থন করেছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত। অনুরোধ করছি, মিশাকে আপনাদের স্মৃতিতে স্থান দিন।’

তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।
ইএইচ