মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

loading/img

গতকাল ৪ এপ্রিল দেশের শোবিজ অঙ্গন যেন দুলশিল সানাইয়ের সুরে। কেননা এদিন বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। এছাড়াও বিয়ের পিঁড়িতে বসেছেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খান ও সংগীত পরিচালক সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি দুজনেই জানিয়েছেন। গতকাল শুক্রবার ফেসবুকে দেখা যায় রাবা-আরাফাত বিয়ের ছবি। রাবার পরনে ছিল লাল-কমলার মিশ্রণে জমকালো শাড়ি, আর আরাফাত ছিলেন সোনালি কারুকাজের সাদা শেরওয়ানিতে।

nidhi

ছবির ক্যাপশনে রাবা লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’ সঙ্গে যুক্ত করেন বিয়ের তারিখ—৪ এপ্রিল ২০২৫।

এ খবর চাউর হতেই জমে ওঠে নেট দুনিয়া। শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা জানাতে থাকেন শুভকামনা। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও আছেন এ তালিকায়। বর-কনের সঙ্গে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, অভিনন্দন। ভালোবাসা ও দোয়া তোমাদের জন্য। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub