images

বিনোদন

অন্য নারীতে মজেছেন সৃজিত!  

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম

এক নারীতে কখনও থিতু ছিল না টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নাম। ওপারের ঋতাভারী, এপারের জয়া আহসানসহ অনেকের সঙ্গে নাম জড়িয়েছে তার। শেষ পর্যন্ত বাঁধা পড়ে রাফিয়াত রশিদ মিথিলার আঁচলে। এদিকে অনেকদিন ধরে গুঞ্জন সে বাঁধন নড়বড়ে। ঠিক তখন শোনা যাচ্ছে, সৃজিতের জীবনে নতুন নারী! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা ভাবছেন নতুন প্রেমে মন মজিয়েছেন পরিচালক।

srijit-20230601140147_20250419_110931672_(1)

তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত। ঝেড়েকেটে অস্বীকার করেছেন। তার কথায়, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমাদের দু’জনেরই সাপ খুব পছন্দ। একটা পেট শপে কাজও করেছে ও আগে।’

তবে কি নতুন কোনও ছবিতে আলেকজান্দ্রাকে ভাবছেন সৃজিত? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনও চরিত্র এখনও ভাবিনি।’

srijit-mithila-20230630135234_20240402_150216672_20250423_124359400

এদিকে সৃজিত-মিথিলাকে নিয়ে কলকাতার একটি সূত্র জানিয়েছে, মনে হয় না খুব একটা ঠিকঠাক আছে সৃজিত-মিথিলার সম্পর্ক। তবে এ নিয়ে তারা কোনো কথা বলতে চান না। দুজনে একেবারে চুপ। তাই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ফলে সৃজিতের কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ। ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক।