দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেনসিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দিদারুল ইসলাম (২৬) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি।
আটক দিদারুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার (ভারত) ভীমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১১ মে) রাতে উপজেলার জোতবানী ইউনিয়নের খিয়ার মাহমুদপুর (কসবা সাগরপুর) সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অভ্যন্তরে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করে ভাইগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরপর তাকে থানায় সোপর্দ করে। পুলিশ বৃহস্পতিবার (১২ মে) তাকে আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এজে

