বিনোদন প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পিএম
সৃজিত-মিথিলার সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে— উত্তর খুঁজছেন অনেকে। একটি অংশ তো ধরে নিয়েছে ঠিকঠাক নেই দুজনের সংসার। কেউ কেউ প্রমাণ হিসেবে পরিচালকের অসুস্থতার কথা তুলে ধছেন। ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে সৃজিতের অসুস্থতার পেছনে মানসিক চাপও দায়ী। তবে কি সংসারে বনিবনবার অভাব এই চাপের কারণ? এমন প্রশ্নও অনেকের।
এদিকে কলকাতার একটি সূত্র জানিয়েছে, মনে হয় না খুব একটা ঠিকঠাক আছে সৃজিত-মিথিলার সম্পর্ক। তবে এ নিয়ে তারা কোনো কথা বলতে চান না। দুজনে একেবারে চুপ। তাই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না।

যদিও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রাফিয়াত রাশিদ মিথিলার বিচ্ছেদ গুঞ্জন নতুন না। অনেক দিন ধরে ভেসে বেড়াচ্ছে। পরিচালকের গেল জন্মদিন গেল বছরের ২৩ সেপ্টেম্বরও শুভেচ্ছা জানাতে দেখা যায়নি মিথিলাকে। তখনও চাউর হয় তাদের সম্পর্ক অবনতির খবর। পাশাপাশাই মিথিলার দীর্ঘদিন কলকাতার বাইরে থাকাও জ্বালানীর যোগান দিচ্ছে এ গুঞ্জনে।
মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।