বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৪ এএম
বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা দিয়েছে অমাবস্যা রাতের মতো কালো গাড়ো অন্ধকার। গত বছরের শুরু থেকেই একের পর এক প্রাণনাশের হুমকিতে জেরবার বলিউড। সেই সঙ্গে সালামান খানের প্রাণনাশের হুমকিতে অনুরাগীদের কপালে চিন্তার ভাজ, কখন কি ঘটে যায়। এমনকি বলিউড ভাইজানের বাড়ির সামনে গোলাগুলির ঘটনাও ঘটে।
এরপর অক্টোবরে সালমান-ঘনিষ্ঠ বাবা সিদ্দিক খুন হন। গত সোমবার বাবা সিদ্দিকীর ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা টাইগার শ্রফ। এবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বিষ্ণোই গ্যাং থেকেই।
দরগায় কী করছেন টাইগার-সুতারিয়া
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২১ এপ্রিল) মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে হঠাৎ এক ফোন আসে। যেখানে দাবি করা হয়, ২ লাখ রুপির বিনিময়ে অভিনেতাকে মেরে ফেলার চুক্তি দেওয়া হয়েছে।

হুমকির খবর পাওয়া মাত্রই নড়েচেড়ে বসে মুম্বাই পুলিশ। কারণ গত বছরই ট্রাফিক কন্ট্রোল রুমে আসা বলিউড তারকাদের উদ্দেশে ঘনঘন হুমকি ফোন চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল প্রশাসনের কপালে!গত নভেম্বরে শাহরুখ-সালমানকে ২৪ ঘণ্টার মধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি আসে মুম্বাই পুলিশের কাছে।
ট্রাইগার শ্রফ কিনলেন বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি
মুম্বাই পুলিশ জানিয়েছে ফোন কলটি মূলত পাঞ্জাব থেকে এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। বয়স ৩৫। ওই ব্যক্তিই দাবি করেন, তাকে নাকি ২ লাখ রুপি আর অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফপুত্রকে হত্যার চুক্তি দেওয়া হয়েছে।

এদিকে, এই হুমকির পরই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে চিহ্নিত ব্যক্তিকে গ্রফতার করেছে পাঞ্জাব পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবা ওই ব্যক্তি ভুয়া দাবি করেছেন। তবে এখনই ছাড়া পাচ্ছেন না অভিযুক্ত। অধিকতর তদন্তের জন্য তাকে মুম্বাই পুলিস হেফাজতে নেওয়া হয়েছে।
ইএইচ/