বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম
দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা ধানুশ পরিচালিত ও প্রযোজিত নতুন ছবি ‘ইডলি কাডাই’র শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ এপ্রিল) রাতে তামিলনাড়ুর থেনি জেলার অনুপাপাট্টি গ্রামে তৈরি বিশাল সেটে আগুন লাগে। তবে দূঘটনার সময় শুটিং সংশ্লিষ্ট কেউই উপস্থিত ছিলেন না।
বিচ্ছেদের আবেদন করলেন ঐশ্বরিয়া
ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সিনেমার জন্য আস্ত একটি গ্রাম বানানো হয়েছিল। যেখানে বাড়িঘর, দোকান, এমনকি রাস্তাও নির্মাণ করা হয়েছে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে সেট পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সময় সেখানে কাস্ট বা টিমের কেউ ছিলেন না। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

অভিনেতা ধানুশের প্রযোজনা সংস্থা ‘ওয়ান্ডারবার ফিল্মস’ এবং ‘ডন পিকচার্স’ এর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ইডলি কাডাই’ সিনেমা। চলতি বছরের অক্টোবর মাসে ছবিটি মুক্তি কথা রয়েছে।
এ ছবিতে ধানুশের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নিথিয়া মেনন।
পরীক্ষায় ফেল করায় প্রেমিকা ছেড়ে গিয়েছিল ধানুশকে
অভিনেতাকে সবশেষ ‘রায়ান’ ছবিতে দেখা গিয়েছিল। বর্তমানে বেশকিছু সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। ‘ইডলি কাডাই’ ছাড়াও অভিনয় করছেন ‘কুবের’ ছবিতে। এ ছবিতে ধানুশের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দান্না, নাগার্জুন, জিম সার্ভ প্রমুখ।
ইএইচ/