বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম
ভারতীয় ব্রাহ্মণ সম্প্রদায় নিয়ে কথা বলে যেন ভিমরুলের চাকে খোঁচা দিয়েছেন পরিচালক অনুরাগ কশ্যপ। ক্ষমা চেয়েও পাচ্ছেন না নিস্তার। এবার তো ব্রাহ্মণ সম্প্রদায় ঘোষণা করল, অনুরাগের মুখে কালি মেখে দিলে মিলবে পুরস্কার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাহ্মণদের নিয়ে অনুরাগের মন্তব্যের বিরোধিতা করছে সম্প্রদায়টির একাধিক সংগঠন। সেইসঙ্গে প্রশ্ন তুলেছে, “দেশের উন্নতিতে ব্রাহ্মণ সম্প্রদায়ের কি কোনো ভূমিকাই নেই?”

যদিও অনুরাগ এজন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু গলছে না ব্রাহ্মণদের মন। উল্টো হুমকি দিয়ে বলা হয়েছে, যিনি পরিচালকের মুখে কালি মেখে দিতে পারবেন তাকে লাখ রুপি দেওয়া হবে পুরস্কার হিসেবে।
অনন্ত মহাদেবন পরিচালিত ‘ফুলে’ ছবি নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে বিতর্কের সূত্রপাত অনুরাগের। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল। প্রতীক গান্ধী, পত্রলেখা অভিনীত ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে হয়েছে ২৫ এপ্রিল।
যাতে ক্ষুব্ধ হন অনুরাগ। ক্ষোভ ঝাড়েন সেন্সর বোর্ড এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে। যা শুনে রেগে আগুন ব্রাহ্মণ সম্প্রদায়ের। সংগঠনগুলো রীতিমতো হুমকি দিতে থাকে পরিচালককে। এবার করা হলো পুরস্কার ঘোষণা।