images

বিনোদন

রিয়া মনিকে তালাক প্রসঙ্গে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বাবার মৃত্যুর পর স্ত্রী রিয়া মনিকে বয়কটের ঘোষণা দেন। এরপরই মুখ খোলেন মডেল ও অভিনেত্রী রিয়া মনি। গণমাধ্যমকে তিনি বলেন, মানসিকভাবে ঠিক নেই হিরো আলম। 

এদিকে অভিনেতা অভিযোগ করেন, বাবার মৃত্যর খবর জেনেও হাসপাতালে আসেননি রিয়া। এমনকি বাবা অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকলেও অভিনেত্রীর পরিবারের কেউ একদিনও এসে দেখেননি। অভিনেতা বুঝে গেছেন তিনি অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে সেবা করবে না রিয়া।

hiro_alom

অভিযোগ অস্বীকার করে রিয়া মনি গণমাধ্যমে পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, ‘অভিনেতা হিরো আলম পরকীয়ায় লিপ্ত। আমি যখন হাসপাতালে তার বাবাকে দেখতে যায় তখন সেই মেয়ে ওর (হিরো আলম) বাবার পাশেই ছিল। বাবার মৃত্যুর সময় শুটিং করছিলেন এমন অভিযোগের জবাবে অভিনেত্রী বলেন, ওই ভিডিও গুলো আগেই শুটিং করা।’

মানসিকভাবে ঠিক নেই হিরো আলম, বললেন রিয়া মনি 

এদিকে আজ সোমবার (২১ এপ্রিল) হিরো আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খুব দ্রুতই রিয়া মনিকে তালাক পাঠানো হবে। এ সময় সাংবাদিকরা অভিনেতা জিজ্ঞাসা করেন, রিয়া যদি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফিরে আসতে চাই তাহলে তাকে গ্রহণ করবেন কি না? এমন প্রশ্নের জবাবে অভিনেতার সরল উত্তর, আমার পরিবার তাকে মেনে নেবেন না। 

riya_moni

হিরো আলম কবে বিয়ে করবেন তাও জানিয়েছেন ওই সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘এই মুহুর্তে পরিবারকে নিয়ে চিন্তাভাবনা করছি। এখনও এক সপ্তাহ হয়নি বাবা মারা গেছে। বাবার বিয়োগে সবাই শোকাহত। বিয়ে করার চিন্তা নেই। আগে পরিবারকে বাঁচাতে হবে। ছোট দুই সন্তানকে দেখাশোনার জন্য একজন বয়স্ক নারী নিয়োগ দিতে চাই।’ অভিনেতা জানান, তার প্রধান কাজ পরিবারকে সুরক্ষা দেওয়া। 

তিন আসনে এমপি পদ ফেরত চান হিরো আলম

বৈবাহিক জীবনে হিরো আলম তিনটা বিয়ে করেছেন। কিন্তু একটি সম্পর্কও বেশিদিন টেকেনি। তারজন্য অবশ্য ভাগ্যকে দোষ দিয়েছেন এই অভিনেতা। নারী কিসে আটকায় এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘নারী টাকা আর ভালোবাসায় আটকায়। তবে আগে টাকার প্রযোজন।’ 

ইএইচ/