images

বিনোদন

মাদক মামলায় জনপ্রিয় অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম

মাদক মামলায় ফের নাম জড়াল শোবিজ দুনিয়ার। মালায়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা শাইন টম চাকোকে গ্রেফতার করেছে কোচি পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অভিনেতার বিরুদ্ধে মাদক সেবন এবং অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১৬ এপ্রিল) রাতে কোচির একটি হোটেলে মাদক বিরোধী অভিযানের সময় অভিনেতা শাইন টম চাকো একটি কক্ষে ছিলেন। পুলিশ কক্ষে কড়া নাড়তেই তিনি হোটেলের তৃতীয় তলা থেকে লাফিয়ে পালিয়ে যান। যদিও অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা যায়নি। তবে তার পালানোর চেষ্টা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।

480616460_1213268913490558_7161556683864744339_n
 
এর ফলে শাইনের নাম আরও একটি মাদক তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। শাইন টম চাকোর মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য আইনি প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ। 

মাদক কাণ্ডে জড়িত তানজিন তিশা-টয়া-সাফা

শুক্রবার (১৮ এপ্রিল) অভিনেতাকে কোচির এরনাকুলাম নর্থ থানায় হাজিরা দেয়ার জন্য নোটিশ পাঠানো হয় । শনিবার (১৯ এপ্রিল) সকালে তিনি স্বেচ্ছায় থানায় উপস্থিত হন। এরপর থানার তদন্ত বিভাগের একটি টিম জিজ্ঞাসাবাদ শেষে অভিনেতাকে গ্রেফতার করে।

476806426_1208873587263424_1397333526585344661_n

এর আগে এক নারী মাদক পাচারকারী দাবি করেন, তিনি মাদক নিয়মিত মাদক সরবরাহ করতেন শাইন টম চাকো কাছে। 

মাদক সেবনের অভিযোগে আটক শ্রদ্ধার ভাই

এদিকে, অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস সম্প্রতি মালালায় ফিল্ম চেম্বারে অভিযোগ করেন , শুটিং সেটে শাইন টম চাকো তার সঙ্গে মাদক গ্রহণের প্রভাবে অশোভন আচরণ করেছিলেন। এই ঘটনা ঘটেছিল তাদের আসন্ন সিনেমা ‘সূত্রবাক্যম’-এর শুটিং চলাকালে।

ইএইচ/