images

বিনোদন

হাসপাতালে সৃজিত মুখার্জি

বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১২.৩০ টার দিকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় পরিচালককে। 
ভর্তির রাতেই বেশকিছু পরীক্ষা করানো হয় সৃজিতের। আজ শনিবার জানা যাবে টেস্টের রিপোর্ট। এরপরই নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। রিপোর্টে যদি অস্বাভাবিক কিছু না থাকে তাহলে ছুটি দেওয়া হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

এদিকে সৃজিতের অসুস্থতার খবরে দুশ্চিন্তায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা সুস্থতা কামনা করেছেন অনেকে। 

সৃজিতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিলবিল সোসাইটি’। বর্তমানে তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে শুটিং করা হয়েছিল ছবিটির। শনি-রোববার হাসপাতালটি পরিদর্শন করতে যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে হলো রোগী হয়ে।