রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুটিংয়ে মৌমাছির কামড়ে ক্ষতবিক্ষত সৃজিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০২:০১ পিএম

শেয়ার করুন:

শুটিংয়ে মৌমাছির কামড়ে ক্ষতবিক্ষত সৃজিত

ব্যোমকেশের শুটিংয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশে রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তার টিম। সেখানকার জঙ্গলে শুটিং করতে গিয়ে মহা বিপদে পড়েছেন ইউনিট।  জঙ্গলে ঢুকে মৌমাছির পাল্লায় পড়েছেন সবাই।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সৃজিত মুখোপাধ্যায় ও তার ছবির ক্যামেরাম্যান সৌমিক হালদারসহ ছবির টিমের একাধিকজন মৌমাছির কামড়ে ক্ষতবিক্ষত। সৃজিতের কানে মৌমাছি হুল ফুটিয়েছে। সৌমিক হালদারের অবস্থা আরও শোচনীয়। মৌমাছি কামড়েছে ইউনিটের আরও অনেককেই। সবমিলিয়ে নাজেহাল অবস্থা তাদের। জঙ্গলের মধ্যে ঢুকে বেশকিছু শট নিতে গিয়েই নাকি এমন কাণ্ড ঘটেছে। তবে শুধু নাকি মৌমাছি নয়, জঙ্গলে নাকি বাঘ ছাড়াও আরও বেশকিছু হিংস্র পশুদের উপদ্রবও রয়েছে।


বিজ্ঞাপন


দেবের মতোই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনেই এই ব্যোমকেশ বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। তার এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার। অগস্টে মুক্তি পাওয়ার কথা এই ওয়েব সিরিজটির।

হইচইয়ের জনপ্রিয় সিরিজ ব্যোমকেশে বহুদিন ধরেই নাম ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ। তার বিপরীতে সত্যবতী ছিলেন ঋদ্ধিমা। তবে তিনি শিগগিরই মা হতে চলেছেন, তাই আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন। তার জায়গায় সত্যবতী হচ্ছেন সোহিনী। আর অজিত হসেবে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর