images

বিনোদন

যৌন হেনস্থার শিকার অভিনেতা আমির আলী

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫, ১১:৪৩ এএম

যৌন হেনস্থার শিকার হয়েছেন একজন পুরুষ। খবরটি দেখার পর আপনিও বিস্মিত হতে বাধ্য। অবাক হলেও এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা আমির আলী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

শ্রীলেখার পর যৌন হেনস্তার অভিযোগ পুরুষ অভিনয়শিল্পীর

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অন্ধকার সময়ের কথা জানিয়েছেন আমির । ১৪ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হন অভিনেতা। ট্রেনে ভ্রমণের সময় ঘটনাটি ঘটে। এরপরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কখনও ট্রেনে উঠবেন না। 

05a2a3706ae12bf3248332e53611ea9e1744786054419775_original-ezgif.com-avif-to-jpg-converter

অভিনেতার ভাষায়, ‘তখন আমার বয়স মাত্র ১৪ বছর। আমাকে এমন ভাবে স্পর্শ করা হয়েছিল, আমি ট্রেনে যাতায়াত করা বন্ধ করে দিই। এরপর থেকে এমনভাবে স্কুলের ব্যাগ নিতাম, যাতে আমার নিতম্ব ঢাকা থাকে। কিন্তু তার পরে দেখি, আমার ব্যাগ থেকে কে যেন সব বই চুরি করে নিয়েছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সিদ্ধান্ত নিই, আর আমি ট্রেনে উঠব না।’

সেলফির অজুহাতে পুনমকে যৌন হেনস্তা, মুখ খুললেন সেই যুবক

এই ঘটনার পরে সমকামী পুরুষদের এড়িয়ে চলতেন। সেই ধারণা বদল আসে। তিনি বুঝতে পারেন নিজের অতীতের সঙ্গে সব ঘটনার তুলনা করা ঠিক নয়। অভিনেতা বলেন, ‘আমার কয়েক জন বন্ধুর সঙ্গে কথা হয়েছিল। ওরা জানিয়েছিল, পুরুষদের প্রতি ওদের প্রেমের অনুভূতি রয়েছে। আমি ওদের খুব ভালো ভাবেই চিনি। ওরা আমার ভাইয়ের মতো। ওদের সঙ্গে আমি এক বিছানাতেও শুতে পারি। অতীতের তিক্ত অভিজ্ঞতা দিয়ে সবাইকে বিচার করা মোটেই ঠিক না।’

Aamir-Ali

বলে রাখা ভালো, ‘কাহানি ঘর ঘর কি’, ‘এক হাসিনা থি’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। 

ইএইচ/