রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেলফির অজুহাতে পুনমকে যৌন হেনস্তা, মুখ খুললেন সেই যুবক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

সেলফির অজুহাতে পুনমকে যৌন হেনস্তা, মুখ খুললেন সেই যুবক 

কখনও নগ্ন হতে চেয়ে আবার কখনও মৃত্যু গুজব ছড়িয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। সম্প্রতি আলোচনায় আসেন হেনস্তার শিকার হয়ে। সেলফি তোলার নাম করে এক যুবকের হাতে যৌন হেনস্তার শিকার হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবনেদনে বলা হয়, গেল শুক্রবার পুনম রাস্তায় দাঁড়িয়ে আলোকচিত্রীদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখন পেছন থেকে এক অনুরাগী সেলফি তোলার চেষ্টা চালান। রাজি হন অভিনেত্রী। 

punam_20240203_120322900_20250222_112925421

এরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেলফি তোলার নাম করে পুনমকে জোর করে চুমু খেতে এগিয়ে যান যুবক। তাই দেখে চমকে ওঠেন অভিনেত্রী। ঘটনা আঁচ করতে পেরে যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় পুনমকে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ওই যুবক। জানালেন পুনমকে ভালোবাসেন তিনি। তার কথায়, “এতে দোষ কোথায়? স্বপ্নে যার নিত্য যাওয়া-আসা, তাকে বাস্তবে কাছাকাছি পেলে তো এ রকমই কিছু ঘটবে!” তাই নিজের আচরণ নিয়ে মোটেও অনুতপ্ত নন তিনি। তার দাবি, আগাম প্রস্তুতি থাকলে এর চেয়েও আরও বেশি কিছু হত হয়তো।

poonam-cover-20220307114520-20220402174825_20240203_131411626_20250222_112626057

২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্যাচের আগে পুনম ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তবে ভারত জিতলেও নগ্ন হননি পুনম। 

তবে সেসময় ওই ঘোষণা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন পুনম। পরের বছর নাম লিখিয়েছিলেন বলিউডে। অভিনয় করেছিলেন ‘নাশা’ সিনেমায়। এছাড়া ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর