বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম
অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গত বছর বিয়ে পিঁড়িতে বসেন অভিনেতা আরবাজ খান। বিয়ের দেড় বছরের মাথায় দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বলি তারকা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি বোন অর্পিতা খানের বাড়িতে ঈদ পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ও সুরা খান। ওই পার্টিতে ঢোকার সময় পাপারাজ্জিরা তাদের একসঙ্গে ছবি তোলার অনুরোধ করলে অভিনেতা বিষয়টি এড়িয়ে যান। স্ত্রী সুরাকে পার্টির ভিতরে পাঠিয়ে দিয়ে একা ক্যামেরা পোজ দেন। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে।

পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন ছড়িয়েছিল বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা। সেই গুঞ্জনই আরও জোরালো হলো। এবার ক্লিনিকের বাইরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হলেন আরবাজ ও সুরা জুটি। সেই ভিডিওতে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে সুরার বেবি বাম্প।
সালমানের বিয়ের সম্বন্ধ এলো, যা বললেন আরবাজ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও তে দেখা গেছে, সুরা খানের হাত ধরে তাকে ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। ঠিক তখনই অভিনেতার স্ত্রীর নজর ক্যামেরায় পড়ে। তিনি আরবাজকে জানান কেউ তাদের ভিডিও করছেন।

আরবাজ দ্রুত সুরার সামনে এসে দাঁড়িয়ে তার বেবি বাম্প ঢেকে দেন। যদিও এখন পর্যন্ত আরবাজ বা সুরার কেউই তাদের বাবা-মা হতে চলার খবর নিশ্চিত করেননি।
যেসব কারণে আজও অবিবাহিত সালমান খান
২০০২ সালে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আরবাজ খান। মালাইকা অরোরা-আরবাজ জুটির একমাত্র ছেলে আরহান খান। ছেলের বয়স যখন ২১ বছর তখন তারকা জুটির বিচ্ছেদ হয়।
ইএইচ/