বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম
রক্ষক যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষ কোথায় পরিত্রাণ খুজবে। এবার ‘সিআইডি’র বিরুদ্ধেই চুরির অভিযোগ। ঘবড়ানোর কিছু নেই। বাস্তব কিছুই নয়, অভিযোগ উঠেছে সোনি টিভির ধারাবাহিক শো ‘সিআইডি’র বিরুদ্ধে।
কিছুদিন আগেই সোনি টিভি ঘোষণা করে ‘সিআইডি’র এসিপি প্রদ্যুমান চরিত্রের মৃত্যু হয়েছে। পরে জানা যায় এই চরিত্রের শিবাজি সাতম নিজে অভিনয় থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। আর সে কারণেই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। আর এরইমাঝে নতুন বিতর্কে নাম জড়াল।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘সিআইডি’ শোয়ের বিরুদ্ধে একজন ইউটিউববার ভিডিও চুরির অভিযোগ এনেছেন। ‘সিআইডি’র শেষ পর্বে দেখানো হয়েছিল এসিপি প্রদ্যুমানকে একদল সন্ত্রাসী খুন করেছে। ওই দৃশ্যের পর মুম্বাইয়ের শহরের কিছু গ্রাফিতি দেখানও হয় সেগুলোর উৎস এবং অর্থ খুজতে তদন্ত শুরু করে সিনিয়র ইনন্সপেক্টর দয়া এবং অভিজিৎ। আর সেই গ্রাফিতিগুলোই নাকি সোশ্যাল মিডিয়া থেকে চুরি করে ব্যবহার করা হয়েছে।
এসিপি প্রদ্যুমানের জায়গায় দেখা যাবে যে অভিনেতাকে
সোমবার (৭ এপ্রিল) মুম্বাইয়ের একজন গ্রাফিতি শিল্পী ইনস্টাগ্রামে অভিযোগের প্রমাণ হিসেবে একটা ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা গেছে ‘সিআইডি’ শোতে তার কাজ চুরি করে ব্যবহার করেছে। তিনি অভিযোগ করেছেন, সিআইডি শো কপিরাইট আইন ভঙ্গ করেছে।
মৃত্যুর মাধ্যমে সিআইডি থেকে সরছেন এসিপি প্রদ্যুমান!
সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট তিনি লিখেছেন লেখেন, ‘আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো আমরা ছোট থেকেই দেখেছি। আর সেখানে নিজের কাজ দেখতে পাওয়া বাড়তি আনন্দের। কিন্তু খালি আমার কাজ নয়, জেলা , এলমার্ট সহ আরও অনেকের কাজ ব্যবহার করা হয়েছে। এখানে মজাটা হল নিজেরা কোনও শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব থেকে চুরি করে ব্যবহার করেছে। আমার বেশ মজা লেগেছে এতে।’
যা ঘটেছে তা ভুল বোঝাবুঝি, শাকিব প্রসঙ্গে বললেন নিশো
ওই পোস্টের মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘এঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিন।’ অন্য একজন লিখেছেন, ‘এরাই চোর! খুনি ধরা আর এঁরাই নাকি নিজেরা চুরি করছে!’
ইএইচ/