বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ক্যারিয়ারের সেরা সময় পার করে এসেছেন। আজকাল স্বামী, সন্তানকেই বেশি সময় দেন তিনি। অভিনয় জীবনে অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন। কিন্তু অন্তরঙ্গ দৃশ্যে থেকে দূরে থাকেন তিনি।
কারিনা সুবিধার মেয়ে না, সাইফকে সাবধান করেছিলেন অক্ষয়
সম্প্রতি এক স্বাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি অন্তরঙ্গ দৃশ্যগুলোতে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তার মতে, ভারতীয়রা এখনও অতটা মুক্তমনা নয়।

তিনি যোগ করেন, আমি মনে করি গল্পকে এগিয়ে নেওয়ার জন্য অন্তরঙ্গ দৃশ্যের প্রয়োজন নেই। আমি পর্দায় কখনও অন্তরঙ্গ দৃশ্য কাজ করিনি, আর করবও না। পর্দায় দেখানোর আগে আমাদের গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত। আমরা এখনও ততটা খোলা মনের নই।
সাইফের ওপর হামলার নেপথ্যে কারিনা!
কারিনা ২৫ বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখনে তিনি। বড় পর্দার পাশাপাশি ওটিটিতে কাজ করছেন।

বর্তমানে বলিউড ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন সইফ পত্নী। অভিনেত্রীর পরবর্তী ছবিতে মালায়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা।
ইএইচ/