images

বিনোদন

পথচারীকে হত্যার ঘটনায় সিরিয়াল থেকে বাদ স্যান্ডি সাহা

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম

গাড়ি চাপা দিয়ে পথচারীকে হত্যার দায়ে কলকাতার সেন্ট্রাল জেলে পুলিশ হেফাজতে আছেন ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস। এরইমধ্যে বড়পুকুরে হত্যার ঘটনায় ক্ষোভ ঝাড়ছেন টলিউডের একাধিক তারকা। এবার জানা গেল পথচারীকে হত্যা কাণ্ডে নাম থাকায় ‘ভিডিও বৌমা’ সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়েছে ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহাকে। 

 

472698975_1217936403023198_5186359495295670961_n

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘সান বাংলা’ টিভিতে প্রচারিত ‘ভিডিও বৌমা’ সিরিয়াল দর্শকদের মাঝে প্রশংসিত হওয়ায় পরিচালক পার্টি আয়োজন করেন। রাতভর আয়োজিত পার্টিতে মদপান করেন এই সিরিয়ালের অভিনয় শিল্পীরা। পার্টি শেষে সকালে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার সময় বড়পুকুর বাজারের ডিএইচ রোডের পথচারীদের ধাক্কা দেয় সিরিয়ালের পরিচালকের সিদ্ধান্ত দাস।

তরুণী চিকিৎসক ধর্ষণ, প্রতিবাদে রাস্তায় রাত কাটালেন টলিউড তারকারা

ওই ঘটনায় ৬ জন গুরুত্বর আহত হন। যারমধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঠাকুরপুকুর দূঘটনার কাণ্ডে এবার ‘ভিডিও বৌমা’ ধারাবাহিক থেকেই বাদ পড়লেন স্যান্ডি সাহা। সিরিয়ালের বর্তমান পরিচালক পুলিশি হেফাজতে থাকায় ‘ভিডিও বৌমা’র পরিচালনার দায়িত্ব পাচ্ছেন রূপক দে।  

473192032_1223106459172859_4352157705205832261_n

এদিকে স্যান্ডি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নির্মাতাদের পক্ষ থেকে জানান হয়েছে আজ (বৃহস্পতিবার) থেকে শুটিংয়ে না যাওয়ার জন্য। তিনি আক্ষেপ করে বলেন, ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও আমাকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হল।’

টলিউডে ফের বিচ্ছেদে সুর, কার ঘর ভাঙছে এবার

তিনি যোগ করেন, ‘আমি ওই গাড়িতে ছিলাম না। ঠাকুরপুকুর দুর্ঘটনার পর থেকে এত কটাক্ষের কারণেই আমাকে বাদ দেওয়া হয়েছে।’ 

এছাড়াও সিরিয়াল থেকে বাদ পড়েছেন অভিনেতী ঋ সেন। তার জায়গায় দেখা যাবে অভিনেত্রী রিমঝিম মিত্রকে। 

ইএইচ/