images

বিনোদন

মাধুরীর ‘ভালোবাসার চিহ্ন’ আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন অজয়!

বিনোদন ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপের যাদু ও নাচের ঝলকের কথা সবার জানা। সেই সঙ্গে প্রখর অভিনয় দক্ষতা তো রয়েছেই। এই তিন অস্ত্রের সমন্বয় করেই বি-টাউনে তিনি রাজত্ব করেছেন নব্বই দশকের পুরোভাগ। 

ছিলেন দর্শকের স্বপ্নের নায়িকা। বি-টাউনের নামকরা অভিনেতারাও মাধুরীর রুপে বুঁদ ছিলেন। অজয় দেবগন তো আজও শরীরের মাধুরীর ভালোবাসার চিহ্ন বয়ে বেড়াচ্ছেন। ‘টোটাল ধামাল’ ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে অজয় নিজেই জানিয়েছিলেন সে কথা। 

ঘটনাটি ‘ইয়ে রাস্তে হ্যায় প্যার কে’ ছবির শুটিং চলাকালীন। ইউনিটের সঙ্গে বসে চা পান করছিলেন অজয়। সঙ্গে চলছিল দেদার ধূমপান। হঠাৎ সেখানে এসে হাজির হন মাধুরী। তাকে এক দৃষ্টিতে দেখতে গিয়ে বেখেয়ালে উল্টো করে সিগারেট গুজে দেন ঠোঁটে!

এ প্রসঙ্গে অজয় বলেছিলেন, “আমার চিবুকের পাশে এখনও একটা দাগ আছে। ওকে দেখছিলাম আর ভুল করে সিগারেটটা উলটো লাগিয়ে ফেলি। সেটা এখন ওরই স্মৃতি হয়ে গেছে!” 

অজয় যখন গল্পটি বলছিলেন তখন পাশেই ছিলেন মাধুরী। তিনিও চুপ থাকেননি। এই গল্প শুনে হেসে জবাব দিয়েছিলেন - “আমার স্মৃতি বয়ে ঘুরে বেড়াচ্ছ এখন!”
মাধুরীকে শেষ দেখা গেছে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায়। গেল বছরের শেষের দিকে মুক্তি পায় ছবিটি। একই দিনে মুক্তি পায় অজয়ের সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’।