কদিন আগে বলিউড তারকার তকমা ছেটে ফেলে সন্ন্যাসব্রত নিয়ে হইচই ফেলে দেন মমতা কুলকার্নি। এবার নাগা সন্ন্যাসীর বেশে দেখা গেল দক্ষিণী তারকা তামান্না ভাটিয়াকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে ভাবার কারণ নেই যে পথ বদলাচ্ছেন তামান্না। মূলত পর্দায় সন্ন্যাস অবতারে দেখা যাবে তাকে। ‘ওডেলা ২’নামের সে দক্ষিণী ছবিতে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি।
বিজ্ঞাপন
ওই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে গতকাল শনিবার মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া। ছবিতে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে দেখা যাবে সন্ন্যাসিনী তামান্নাকে। টিজারেও আঁচ পাওয়া গেছে।
টিজার প্রকাশ উপলক্ষে তামান্না বেছে নিয়েছিলেন গেরুয়া পোশাক। কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্না ভাটিয়াকে ভক্তরা বেশ অভিভূত।
এর আগে স্ত্রী ২ সিনেমায় দেখা গেছে তামান্নাকে। আইটেম গানে ছিলেন তিনি। তার কোমর দুলুনিতে আজ কি রাত শিরোনামের সে গান ছড়িয়ে পড়েছিল সবার মুখে মুখে।